জলপাইগুড়ি, ৫ মার্চঃ নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি পকসো আদালত।
জানা গিয়েছে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানা এলাকার ২০২৪ সালের ১২ জুনের ঘটনা। অভিযোগ, বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশী এক বৃদ্ধ নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে।সেইসময় কাউকে ঘটনার কথা যাতে না জানায় নাবালিকাকে সেই ভয়ও দেখায় বৃদ্ধ।কিছুদিন প্র ফের ধর্ষণের চেষ্টা করে ওই বৃদ্ধ।
এরপর নাবালিকা তার মাকে বিষয়টি খুলে বলে। এরপরেই নাবালিকার মা থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে৷ নভেম্বর মাসে চার্জশিট দেওয়া হয়।এই মামলায় ৯ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়।চার্জ গঠন হওয়ার তিনমাসের মধ্যে সাজা ঘোষণা হল।
এদিন সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান, বিচারক বৃদ্ধকে ২০ বছরের সশ্রম কারাদন্ড সহ ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন।অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়েছে।পাশাপাশি নাবালিকাকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য জন্য ডিস্ট্রিক লিগ্যাস সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বিচারক।