শিলিগুড়ি, ১১ এপ্রিলঃ শিলিগুড়ির সপ্তম শ্রেনীর ছাত্রী ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠলো প্রাইভেট টিউশন শিক্ষকের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে ভক্তিনগর থানার অন্তর্গত একটিয়াশাল এলাকায়।গ্রেফতার অভিযুক্ত।ধৃতের নাম গৌরাঙ্গ গোপাল হালদার।শিলিগুড়ির ৩৯ নম্বর ওয়ার্ডের শিবরামপল্লী এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, গৌরাঙ্গ গোপাল হালদার ইংরেজির শিক্ষক।সপ্তম শ্রেনীর নাবালিকা ছাত্রী সেই শিক্ষকের কাছে পড়তে যেত।প্রথমদিকে সব ঠিকঠাকই ছিল।বিগত কিছুদিন ধরে শিক্ষকের স্ত্রী বাড়িতে না থাকায় নাবালিকাকে বিভিন্ন সময়ে পড়ানোর জন্য ডাকতো।পড়ানোর নাম করে নাবালিকার সঙ্গে অশালীন ব্যবহার করতো।
অভিযোগ, গতকাল রাতেও নাবালিকাকে একা পড়তে ডেকে জোর করে তাকে ধর্ষনের চেষ্টা করে।তবে কোনভাবে নাবালিকা সেখান থেকে পালিয়ে বাড়িতে পৌঁছায়।এরপর গোটা ঘটনায় মাকে জানায় নাবালিকা।
এরপরই নাবালিকার পরিবারের তরফে ভক্তিনগর থানায় শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়।অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।