শিলিগুড়ি,২১ নভেম্বরঃ জলের ট্যাঙ্ক বানাতে গিয়ে বাঁধার মুখে পড়তে হল পিএইচই দফতরের আধিকারিকদের। শিলিগুড়ির ইসকন রোড এলাকার তিলেশ্বরি অধিকারি হাইস্কুলের ময়দানে একটি জলের ট্যাঙ্ক বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন পিএইচই দফতরের আধিকারিকেরা। বৃহস্পতিবার এলাকায় গিয়েছেন তাঁরা। সেসময় এলাকাবাসীরা ছুটে আসেন সেখানে। জলের প্রকল্প যেন এখানে না করা হয় সে কথা জানান।তিলেশ্বরী স্কুলের শিক্ষকরাও আসেন সেখানে।
স্কুল কর্তৃপক্ষের দাবি, যেখানে জল প্রকল্পের কাজ শুরু করতে চলেছে সেটা স্কুলে ঢোকার রাস্তা।যেকারণে অন্য কোথাও ট্যাঙ্কটি করা গেলে ভাল হবে বলে জানান তারা।
স্থানীয়দের অভিযোগ, সেই জায়গা স্কুলের জন্য দান করা হয়েছে। তিনটি স্কুল রয়েছে। স্কুলের পড়ুয়ারা মাঠে খেলাধুলো করে থাকে। এছাড়াও ট্যাঙ্কের কাজের জন্য অনেক গাছ কাটা পড়তে পারে।
পিএইচই দফতরের আধিকারিকেরা জানান, জেলা শাসকের নির্দেশে তাঁরা সেখানে যান। পরিবেশ কিংবা মাঠের কোনো ক্ষতি না করে কিছুটা অংশ জল প্রকল্পের জন্য নেওয়া হচ্ছে। স্কুল পড়ুয়াদের সুবিধার্থে একটি পাকা রাস্তা তৈরি করে দেওয়া হবে।