রাজগঞ্জ ৫ ডিসেম্বরঃ শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে ফের দুর্ঘটনা। বৃহস্পতিবার দুপুরে রাজগঞ্জ এর সারিয়ামে স্কুল থেকে ছেলেকে নিয়ে সাইকেলে বাড়ি ফিরছিলেন এক মহিলা। জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন দুজনই।
স্থানীয়দের অভিযোগ, পুলিশের একটি গাড়ি ধাক্কা মারে তাঁদের। ঘটনার পর পথ অবরোধ করেন স্থানীয়রা। আহত মহিলা জ্যোতি ব্যানার্জি এবং শিশু কিষান ব্যানার্জিকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।শিলিগুড়ির দিক থেকে আসা একটি পুলিশের গাড়ির সঙ্গে সাইকেলের ধাক্কা লাগে। ঘটনাস্থলে ছুটে আসেন রাজগঞ্জ থানার আইসি এবং ট্রাফিক পুলিশের কর্তারা। পরে পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে।