শিলিগুড়ি, ২৫ মেঃ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক দাবীতে শিলিগুড়িতে ধিক্কার মিছিল করল দার্জিলিং জেলা কংগ্রেস।
বুধবার বিকেলে শিলিগুড়িতে কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে এই মিছিল বের করা হয়।মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।এদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, সরকারী সংস্থা বেসরকারিকরণের প্রতিবাদ জানান জেলা কংগ্রেসের সদস্যরা।
