শিলিগুড়ি, ২৩ ডিসেম্বরঃ ঢিল ছোড়ার প্রতিবাদ করায় প্রতিবেশীর হাতে আক্রান্ত হলেন এক দম্পতি ও তার ছেলে।রবিবার রাতে ঘটনাটি ঘটে অম্বিকানগর সংলগ্ন মাইকেল মধুসূদন কলোনীতে।
জানা গিয়েছে, এলাকার বাসিন্দা দীনেশ বর্মন গতকাল রাতে ছাদে ওঠেন।সেইসময় প্রতিবেশী দুই যুবক তাদের ছাদে ঢিল ছোড়ে।ঘটনার প্রতিবাদ করায় ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় দুই যুবক সহ তার পরিবারের সদস্যরা।বেধরক মারধর করা হয় দীনেশ বর্মন সহ তার স্ত্রী কৃপা বর্মন ও ছেলে বিনয় বর্মনকে।বাড়িও ভাঙ্গচুর করা হয় বলে অভিযোগ।প্রাণ বাঁচাতে ঘরের দরজা বন্ধ করে পুলিশকে খবর দেন দীনেশ বর্মন।পুলিশ পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সোমবার সকালে এনজেপি থানায় ৬ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন দীনেশ বর্মন।এদিন দীনেশ বর্মন বলেন, দির্ঘদিন ধরেই বাড়ির সীমানা প্রাচীর নিয়ে প্রতিবেশীর সঙ্গে মনমালিন্য ছিল।গতকাল রাতে ঢিল ছোড়ার প্রতিবাদ করতেই সেই পরিবারের সকলে আমাদের উপর চড়াও হয়।মাঝেমধ্যেই প্রাননাশের হুমকিও দিত ওই প্রতিবেশী।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।