শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারিঃ গত ৪ ফ্রেব্রুয়ারির ঘটনা।মুখ্যমন্ত্রী সেদিন ছিলেন শিলিগুড়িতেই।সেসময় উত্তরকন্যা থেকে কয়েক কিলোমিটার দূরে স্থলবন্দরের ব্যাপক ভাঙচুর চালানো হয়।নেপথ্যে ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা প্রসেনজিৎ রায় ও তাঁর গোষ্ঠী।
এই ঘটনায় শিল্পপতিরা বেজায় ক্ষুব্ধ হন।নড়েচড়ে বসে শাসকদলও।তড়িঘড়ি দল থেকে বহিষ্কার করে দেওয়া হয় প্রসেনজিৎকে।তারপর থেকেই ভাঙচুরের ঘটনায় তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল এনজেপি থানা সহ গোটা শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।প্রসেনজিৎয়ের সঙ্গীরা গ্রেফতার হলেও সে অধরা ছিল।অবশেষে অসমে ধরা পড়ল প্রসেনজিৎ।সেখানকার পুলিশ তাকে ধরতেই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে একটি দল প্রসেনজিৎকে নিয়ে আসতে রওনা দেয়।মঙ্গলবার দুপুরে তাকে শিলিগুড়ি নিয়ে আসা হবে।