পুলিশী হেনস্থা বন্ধ না হলে ধর্মঘটে যাওয়ার হুমকি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের

শিলিগুড়ি,২৪ ডিসেম্বরঃ পর্যটনমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে পাহাড়ে সমতলের গাড়িগুলিকে জরিমানা করছে পুলিশ।এমনই অভিযোগ করলেন এনজেপি ট্যাক্সি প্রাইভেট কার ড্রাইভার ইউনিয়নের সম্পাদক বাবু দাস।


সংগঠনের সদস্যরা জানান, দীর্ঘ টানা পাঁচমাসের লকডাউনে আর্থিক ভাবে জেরবার ট্যাক্সি মালিক থেকে চালকেরা।তবে লকডাউন খোলার পর ট্যাক্সি চালক ও মালিকদের আবেদন মেনে রাজ্য সরকার গাড়ির ট্যাক্স ছাড়া বীমা, ফিটনেস, পলিউশন সহ বেশকিছুতে ছাড় দেয়।এর পাশাপাশি যাতে তাদের পুলিশী হেনস্থা না হতে হয় তার নির্দেশও দেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব।তবে মন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে পাহাড়ে সমতলের গাড়িগুলিকে জরিমানা করছে পুলিশ।

বাবু দাস বলেন,পর্যটনমন্ত্রীর নির্দেশের পরও পাহাড়ে সমতলের গাড়িগুলিকে হেনস্থা করছে পুলিশ।আগামীতেও যদি এমনই হেনস্থার শিকার হতে হয় তাদের তবে ধর্মঘটের পথে যাবে তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *