ফুলবাড়ি, ২৬ আগস্টঃ প্রবল বৃষ্টির জেরে ধসে গিয়েছে কালভার্ট ও রাস্তার একাংশ।বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় গ্রামবাসীরা। ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনবাড়ি এলাকার ঘটনা।খবর পেয়েই এলাকা পরিদর্শন করলেন ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিনের লাগাতার বৃষ্টির জেরে কাঞ্চনবাড়ি এলাকার রাস্তার একটি কালভার্টের ও রাস্তা কিছুটা অংশ ধসে গিয়েছে।এই রাস্তাটি গুরুত্বপূর্ণ রাস্তা। প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করে। এছাড়া বেশ কিছু ইন্ডাস্ট্রি রয়েছে রাস্তায় পাশে।যে কোন মুহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা।শীঘ্রই রাস্তা মেরামতের দাবী জানান স্থানীয় বাসিন্দারা।
এই বিষয়ে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম জানান, আজ এই এলাকা পরিদর্শন করলাম। কালভার্টের কিছুটা অংশ ধসে গিয়ে বিপদজনক অবস্থায় রয়েছে।রাস্তার একপাশের অংশ আপাতত বন্ধ করে রাখা হচ্ছে।বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যাতে দ্রুত মেরামত করা যায়।