শিলিগুড়ি,৯ নভেম্বরঃ দার্জিলিং হিমালয়ান রেলওয়ের( DHR)বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে দুদিনের পাহাড় সফরে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার সঞ্জীব রায়। সোমবার সকালে সুকনা থেকে টয়ট্রেনে রংটং অবধি যান সঞ্জীব রায়।সেখান থেকে সড়কপথে দার্জিলিং যান।
রংটং পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ধসের কারণে এখনই এনজেপি-দার্জিলিং টয়ট্রেন চালু করা যাবে না।তবে জয়রাইড চালু করা যেতেই পারে।আমরা তার জন্য প্রস্তুত।কিন্তু রাজ্য সরকার অনুমতি না দিলে তাও চালু করা যাবে না।আমরা রাজ্য সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছি।ইতিমধ্যেই এই বিষয়ে জেলাশাসকের কাছে আমরা আবেদন করেছি।কিন্তু তিনি এখনও কোনওরকম সবুজ সংকেত দেননি।তবে তিনিও চেষ্টা করছেন বলে আশ্বাস দিয়েছেন।