ধূপগুড়ি, ২৬ জুলাইঃ ধূপগুড়ি-নাথুয়াগামী রাস্তার বেহাল দশা। সংস্কারের দাবিতে রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। ধূপগুড়ি টাউন মন্ডল বিজেপি যুব মোর্চার নেতৃত্বে বিক্ষোভে সামিল হয়েছিলেন বাসিন্দারা।
বাসিন্দাদের অভিযোগ, প্রায় দুবছর থেকে ধূপগুড়ি থেকে নাথুয়াগামী রাজ্য সড়কের প্রায় ১ কিলোমিটার রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে। এরফলে প্রতিনিয়ত দুর্ঘটনার মুখে পড়ছে সাধারণ মানুষ। প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে বলে দাবি বাসিন্দাদের।
নেতাজিপাড়া রোড বেহাল অবস্থায় পড়ে রয়েছে সংস্কারের কোন উদ্যোগ নিচ্ছে না ধুপগুড়ি পৌরসভা। এই কারণে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ধূপগুড়ি থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। পুলিশের সঙ্গে তর্কে জড়ান যুব মোর্চার কর্মীসমর্থকরা।
যুব মোর্চার কর্মীসমর্থকরা জানান, পৌরসভার ভাইস চেয়ারম্যান নিজে এসে রাস্তা সংস্কারের আশ্বাস না দেওয়া পর্যন্ত অবরোধ তোলা হবে না। দীর্ঘক্ষন অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিজেপি কর্মী সমর্থকরা।