ধূপগুড়ি, ১৩ জুলাইঃ ধূপগুড়ির বগরিবাড়ি এলাকা থেকে উদ্ধার হল ১২ ফুট লম্বা পাইথন। জানা গিয়েছে, লোকালয়ে মুরগি খেতে এসে জালে আটকে যায় এই পাইথনটি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি মুরগির ফার্মের বাঁশের বেড়ার সঙ্গে একটি নাইলনের জাল লাগানো ছিল মুরগির নিরাপত্তার জন্য। সেই জালের মধ্যেই বিপদজনক ভাবে পাইথনটি আটকে যায়।
এরপরই খবর দেওয়া হয় পরিবেশ প্রেমী সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যদের। তারা পৌঁছে পাইথনটিকে উদ্ধার করে।
পাইথনটিকে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের হাতে সাপটিকে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।