ধূপগুড়ি, ৩ জানুয়ারিঃ বিপদজনক ভাবে থাকা নির্মায়মান লাইট পোস্টের খুঁটিতে বাইকের ধাক্কায় মৃত্যু যুবকের।মৃত যুবকের নাম বিকি পাল(২২)।সে ধূপগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়ার বাসিন্দা।যুবকের মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে বাইকে করে বাড়ি ফিরছিল ওই যুবক।সেই সময় বিপদজনক ভাবে থাকা রাস্তার মাঝে লাইট পোস্টের মধ্যে ধাক্কা মারে বাইকটি।ঘটনায় গুরুতর আহত হয় যুবক।স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করে।
দুর্ঘটনার প্রতিবাদে ধূপগুড়ি থেকে নাথুয়া গামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।বাসিন্দাদের অভিযোগ, প্রায় দেড় বছর ধূপগুড়ি থেকে নাথুয়া গামী রাজ্য সড়কের রাস্তা সম্প্রসারনের কাজ চলছে।এরফলে সাধারন মানুষ সমস্যার মধ্যে পড়েছেন।ধীরগতিতে রাস্তার ডিভাইডার তৈরির কাজ চলায় সেই ডিভাইডারের মাঝখানে লাইট পোষ্টের বিভিন্ন পিলার অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে।যার ফলে রাতের বেলা কিছুই দেখা যায় না এবং সেই কারণেই এদিন এই দুর্ঘত্না ঘটে।