শিলিগুড়ি, ৩ সেপ্টেম্বরঃ ধূপগুড়ি বিধানসভা উপ-নির্বাচনের শেষ মূহুর্তের প্রচারে আসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এদিন সকালে বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি।এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে মন্তব্য করেন।
ধূপগুড়িকে মহকুমা করার কথা ঘোষণা নিয়ে অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।তিনি বলেন, অভিষেক ব্যানার্জি তার পিসির কাছ থেকে অনেক গুন পেয়েছেন।২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মহকুমার কথা বললেও আড়াই বছর কাটলেও করেননি।এবার ভাইপোকে দিয়ে মিথ্যা কথা বলেছেন।
ইন্ডিয়া জোট জিতলে ৫০০ টাকা গ্যাস হবে অভিষেকের মন্তব্যের কটাক্ষ করে শুভেন্দু জানান, এখন গ্যাসের দাম ৯০০ হয়েছে। মোদী সরকার ২০০ টাকা কমিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের উচিত ২০০টাকা কম করার। তাহলে বোঝা যাবে এই তৃণমূল মানুষের সরকার।নারী সুরক্ষা নিয়ে রাজ্যকে একহাত নেন তিনি।