ধূপগুড়ি,২ মার্চঃ ধূপগুড়ি ওভারব্রীজ সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে ধূপগুড়ির ওভারব্রীজ সংলগ্ন এলাকায় একটি সরকারি বাসের সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনায় তিনজনের মৃত্যু হয়।তবে এখনও পর্যন্ত মৃতদের নাম-পরিচয় জানা যায়নি।ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।