ধূপগুড়িতে হাতির হানায় ক্ষতিগ্রস্থ ৫টি বাড়ি

জলপাইগুড়ি, ২ জুনঃ সোমবার গভীর রাতে ধূপগুড়ি ব্লকের অন্তর্গত মল্লিক সভা গ্রামে হাতির হানা। জানা গিয়েছে, এদিন রাতে হাতির দলটি এলাকায় ঢুকে রাতভর তান্ডব চালিয়ে ৫টি ঘর ও চিড়ার মিল ভাঙচুর করে।এছাড়াও জমির ফসল ও কলাবাগান নষ্ট করে হাতির দল।    


ঘটনার খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী  স্কোয়াডে। ঘটনাস্থলে পৌঁছে হাতির দলটিকে ফেরানোর চেষ্টা করে বনকর্মীরা।ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলি।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom