ধূপগুড়ি,১৬ ডিসেম্বরঃ মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও গ্ৰামের রাস্তায় বন্ধ হয়নি ওভার লোডিং যান চলাচল।এখনও রাস্তায় দেদারভাবে চলছে ওভার লোডিং লরি, বালি বোঝাই ডাম্পার।যার ফলে ক্ষতি হচ্ছে রাস্তার।খানাখন্দে ভরে গেছে রাজ্য সড়ক। তাই বেআইনিভাবে বালিবোঝাই ওভারলোডিং যান চলাচল বন্ধের দাবি এবং বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ সিপিআইএম এর।
ধূপগুড়ি তেপথি থেকে মরঙ্গা পর্যন্ত বেহাল অবস্থা রাস্তার।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,প্রতিদিন প্রায় শতাধিক অবৈধ বালি বোঝাই ডাম্পার চলাচলের ফলেই বেহাল অবস্থা রাস্তার।রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত।
মঙ্গলবার সকালে ধূপগুড়ি খলাইগ্ৰাম তেপথি থেকে মরঙ্গাগামী রাজ্য সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় সিপিআইএম।