ধূপগুড়ি,২৫ ফেব্রুয়ারিঃ ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার।বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে ফালাকাটা-ধূপগুড়ির মাঝে সোনাতলা হাটে।
স্থানীয় সূত্রে খবর, এদিন একটি ওভারলোডিং ডাম্পার দ্রুতগতিতে ফালাকাটা থেকে ধূপগুড়ির দিকে যাচ্ছিল।অন্যদিকে উল্টোদিক থেকে একটি স্কুটিতে চেপে ওই মহিলা সহ আরও একজন ফালাকাটার দিকে যাচ্ছিলেন।সেইসময় ডাম্পারটি ডানদিকে বেশি সরে আসলে স্কুটিটি নিয়ন্ত্রণ হারায়।স্কুটির পেছনে থাকা ওই মহিলা রাস্তায় পড়ে যান এবং ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এদিকে ঘটনার পর বেপরোয়া ডাম্পার চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা।যদিও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।