ধূপগুড়ি,২৪ জুনঃ ধূপগুড়ির ঝুমুর এলাকায় মাছ বোঝাই লরি ও ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে আহত বেশ কয়েকজন।নিখোঁজ লরির খালাসি।
জানা গিয়েছে, মাছ বোঝাই লরিটি অন্ধ্রপ্রদেশ থেকে অসমের দিকে যাচ্ছিল।দুর্ঘটনার জেরে মাছ বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ঝুমুর নদীতে গিয়ে পড়ে।এদিকে ঘটনার পরই সেই মাছ লুট করতে এলাকায় ভিড় জমে যায় স্থানীয়দের।
অন্যদিকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।যদিও লরির চালক নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে।তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।