ধূপগুড়ি,৬ জুলাইঃ বোল্ডার বোঝাই ট্রাকে ধাক্কা মালবাহী ট্রাকের।ঘটনায় মৃত্যু হল মালবাহী ট্রাকের খালাসির।বুধবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি থানার ঠাকুরপাঠ এলাকায় এশিয়ান হাইওয়েতে।
জানা গিয়েছে, এদিন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বোল্ডার বোঝাই ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে সজোরে ধাক্কা মারে অসমের মালবাহী একটি ট্রাক।ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ট্রাকের খালাসির।ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত ট্রাকদুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ধূপগুড়ি থানার পুলিশ।