প্রাইমারি টেট পরীক্ষায় পাশ করলেও, হয়নি ইন্টারভিউ-হাটে বাজারে ধূপকাঠি বিক্রি করছেন দৃষ্টিহীন যুবক

রাজগঞ্জ, ৪ ডিসেম্বরঃ প্রাইমারি টেট পরীক্ষায় পাশ করলেও ইন্টারভিউতে ডাক মেলেনি।নিরুপায় হয়ে হাটে-বাজারে ধুপকাঠি বিক্রি করছেন ১০০% দৃষ্টিহীন যুবক আশিস সাহা।শিলিগুড়ি জলপাইগুড়ি বিভিন্ন বাজারে ধূপকাঠি বিক্রি করছেন দৃষ্টিহীন যুবক।     


জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি-ডাবগ্রাম ভক্তিনগর এলাকার বাসিন্দা আশিস।পরিবারে বাবা-মা ও তিন ভাই রয়েছে।বাবা-ভাইয়েরা চাষবাস করেন।আশিস স্নাতকোত্তর পাশ করে বিএড করেছেন।২০২২ সালে প্রাইমারি টেট পরীক্ষায় দিয়েছিলেন।পাস করেছেন তবে এখনো হয়নি তার ইন্টারভিউ।তাই বাধ্য হয়ে পেটের দায়ে বিভিন্ন হাট যেমন রাজগঞ্জের বেলাকোবার শিকারপুর হাট, আমবাড়ি, নকশালবাড়ি, মাটিগাড়া, শিলিগুড়ির কোর্ট মোড়, জংশন সহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ধূপকাঠি বিক্রি করছেন তিনি।

আশিস সাহা বলেন, টেট পরীক্ষায় পাশ করেছি।ইন্টারভিউতে বসার সুযোগ পেলে মেধার ভিত্তিতে সফল হবেন বলে তার দৃঢ় বিশ্বাস।বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করেও মেলেনি চাকরি।রাজ্যের সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের মত দৃষ্টিহীনদের চাকরির ক্ষেত্রে বিভিন্ন কোটা করেছেন।সেক্ষেত্রে তাকে অন্তত চুক্তিভিত্তিক হিসেবে একটা চাকরির সুযোগ করে দিলে চির কৃতজ্ঞ থাকবেন বলে জানিয়েছেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *