নকশালবাড়ি, ১৪ জুনঃ নকশালবাড়ির ডিআই ফান্ড এলাকায় রাস্তার ওপর জবরদখল করে অবৈধ নির্মাণের অভিযোগ বিজেপির নেতা তথা ব্যবসায়ী দীলিপ বাড়ুই এর বিরুদ্ধে।সরব সিপিআইএম।
জানা গিয়েছে, বিজেপি নেতা ডিআই ফান্ডের রাস্তা সংকীর্ণ করে জবরদখল করেছেন।এই অভিযোগ তুলে বৃহস্পতিবার নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করার পর আজ নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত ও হাট অফিসে স্মারকলিপি প্রদান করে নকশালবাড়ি সিপিআইএম এরিয়া কমিটি।এদিন দলীয় কর্মীদের নিয়ে বিক্ষোভও দেখানো হয়।
সিপিআইএম নকশালবাড়ি এরিয়া কমিটির সম্পাদক বিকাশ সরকার বলেন, দীর্ঘদিন ধরে অনুরোধে করেও বিজেপি নেতা এই কাজ বিরত থাকেননি।প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামীদিনে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
অন্যদিকে বিজেপি নেতা দীলিপ বাড়ুই বলেন, আমি নিজের জায়গায় কাজ করছি।সিপিআইএম তাদের দলীয় কার্যালয় রাস্তা দখল করে করেছে বলে অভিযোগ করেন তিনি।আমার নির্মান অবৈধ হলে ভেঙে দেব বলে জানান তিনি।
অন্যদিকে গ্রাম পঞ্চায়েত প্রধান জয়ন্তী কিরো জানান, অভিযোগ পেয়েছি।সরেজমিনে বিষয়টি পরিদর্শন করবো।তারপর বিষয়টি বিডিওকে জানাবেন বলে জানান তিনি।