মাটিগাড়ায় ডিআই ফান্ডের জমি নিয়ে বিবাদ, তদন্তের নির্দেশ দিলেন জেলাশাসক

শিলিগুড়ি, ২৮ জানুয়ারিঃ মাটিগাড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রায় ৭০ কাঠা ডিআই ফান্ডের জমি নিয়ে বিবাদ আরও তীব্র হচ্ছে।জমির উপর দুই পক্ষ মালিকানা দাবী করায় বিষয়টি জেলা প্রশাসনে পৌঁছেছে।ডিআই ফান্ডের জমি দখলের অভিযোগ তুলে জেলাশাসক মণীশ মিশ্রের কাছে লিখিত অভিযোগ করেছেন অমৃত থাপা। অভিযোগের পর, জেলাশাসক বিষয়টি তদন্তের জন্য সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন।


অমৃত থাপার দাবী, স্বাধীনতার আগে থেকেই মাটিগাড়ায় ডিআই ফান্ড জমিতে তার পূর্বপুরুষরা বসবাস করে আসছেন।১৯৮৭ এবং ২০০৭ সালে জেলাশাসকের কাছে জমির লিসের জন্য আবেদন জমা দেওয়া হয়েছিল এবং তার নথীও রয়েছে।

অমৃত থাপার অভিযোগ, কয়েকজন ব্যক্তির যোগসাজশে রাতারাতি তার দোকান ভেঙে জমির উপর সীমানা প্রাচীর তৈরি করে, যা সম্পূর্ণ অবৈধ। এই বিষয়ে তিনি মাটিগাড়া থানায় প্রায় ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।


অন্য পক্ষ বিক্রম থাপা জানিয়েছেন, অমৃত থাপার করা সমস্ত অভিযোগ ভিত্তিহীন।ডিআই ফান্ডের জমিটি সরকারি নিয়ম অনুসারে লিজ দেওয়া হয়েছিল।এর বৈধ নথি রয়েছে। ১৯৮২ সালে আদালতের মাধ্যমে লিজ পেয়েছিলেন বলে জানান তিনি।

বিক্রম থাপা অভিযোগ, অমৃত থাপার লিজ সম্পর্কিত কোনও বৈধ নথি নেই এবং তিনি মিথ্যা গুজব ছড়িয়ে জমি দখলের চেষ্টা করছেন।জমি মাফিয়া সম্পর্কিত অভিযোগের জন্য অমৃত থাপার বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে জানান।

এদিকে আজ মাটিগাড়ায় আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে অমৃত থাপা জেলাশাসক মনীশ মিশ্রের কাছে অভিযোগ জমা দেন।অভিযোগ শোনার পর জেলাশাসক জানান, তদন্তের পরেই সমস্ত বিষয় স্পষ্ট হবে এবং সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *