শিলিগুড়ি, ১১ আগস্টঃ প্লাস্টিকের বিরুদ্ধে লাগাতার অভিযান শুরু করেছে শিলিগুড়ি পুরনিগম।বিধান মার্কেটের পর এবার ডিআই ফান্ড মার্কেটে অভিযান চালাল পুরনিগম।
বুধবার পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব ও সদস্য রঞ্জন সরকারের নেতৃত্বে ডিআই ফান্ড মার্কেটে অভিযান চালানো হয়।
সেখানে বেশকিছু দোকান থেকে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ পাওয়া যায়।এদিন দোকানগুলি থেকে প্লাস্টিক ক্যারিব্যাগ পাওয়া গেলেও কাউকে জরিমানা করা হয়নি।আগামীতে শহরের অন্যান্য বাজারেও একইভাবে অভিযান চালানো হবে।
এদিন প্রশাসক গৌতম দেব জানান, শিলিগুড়িকে প্লাস্টিকমুক্ত করতে আমাদের এই অভিযান চলবে।ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে।ক্রেতাদেরও বলা হচ্ছে তারা যেন প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার না করেন।শহরের সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা সহ বিভিন্ন সংগঠনকে সঙ্গে নিয়ে সচেতনতা প্রচারেও নামা হবে বলে জানা গিয়েছে।