শিলিগুড়ি, ২০ নভেম্বরঃ হার্ডওয়ার মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি ডিগনিটির তরফে ডায়াবেটিস পরীক্ষার শিবির আয়োজন করা হল।
শনিবার সেবক রোডে এই শিবিরের আয়োজন করা হয়।এদিন পানিট্যাঙ্কি মোড় থেকে সেবক মোড়ের সমস্ত ব্যবসায়ীদের ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
এই বিষয়ে লায়ন্স ক্লাব অব শিলিগুড়ি ডিগনিটির সভাপতি ডি এ পাসা বলেন, আজ ডায়াবেটিস সচেতনতা শিবির ও রেনডম টেস্ট চলছে।৩ হাজার ডায়াবেটিস টেস্ট করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
অন্যদিকে দেবু সরিয়া বলেন, ডায়াবেটিস বর্তমান সময়ে সাধারণ রোগ হয়ে দাঁড়িয়েছে।অনেকেই জানেন না তাদের শরীরে ডায়াবেটিস আছে।এই পরীক্ষার মাধ্যমে মানুষ জানতে পারবেন এবং সতর্ক হবেন।