রাজগঞ্জ, ২৭ ডিসেম্বরঃ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমণি নিয়মিত আসেন না।বুধবার বেলা সাড়ে ১২টা বেজে গেলেও তালাবন্ধ ছিল সেন্টার।এরফলে শিক্ষা ও পুষ্টিকর আহার থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা।রাজগঞ্জের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের ধারাগছ ২ নম্বর প্রাথমিক বিদ্যালয় পাশে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একজন দিদিমণি ও একজন সহায়িকা রয়েছেন।কয়েক মাস থেকে দিদিমণি এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসছেন না।সহায়িকাও অনিয়মিত আসেন।প্রতি শনিবার সেন্টার বন্ধ রাখা হয়।বুধবারও দিদিমণি ও সহায়িকা আসেননি।ফলে শিশুরা শিক্ষা, মিড ডে মিল থেকে বঞ্চিত হচ্ছে।এছাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশেই রয়েছে রাজ্য সড়ক।যেকোনো সময় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে।তাই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বাসিন্দারা।
এই বিষয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণির কাছে জানতে চাওয়া হলে তিনি কিছু বলতে রাজি হননি।
অন্যদিকে গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিত দত্ত ফোনে জানান, ওই আইসিডিএস সেন্টারের ব্যাপারে আমাকে কেউ কিছু জানায়নি।তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।