শিলিগুড়ি, ৩১ মার্চঃ শিলিগুড়ি পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু করলেন মেয়র গৌতম দেব।
শুক্রবার সকালে এনজেপিতে ত্রিশক্তি কালী মন্দিরে পুজো দেন মেয়র।এরপর কার্যকর্তাদের নিয়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বেরিয়ে পড়েন।দিনভর একাধিক কর্মসূচি গ্রহণ করবেন পাশাপাশি সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন মেয়র।