শিলিগুড়ি, ১৬ জানুয়ারিঃ ‘দিদির সুরক্ষা কবজ’ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন রাজগঞ্জের বিধায়ক তথা জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান খগেশ্বর রায় এবং তৃণমূলের জলপাইগুড়ি জেলা মহিলা সভানেত্রী নুসরাত জাহান।ডাবগ্রাম ২ অঞ্চলের অন্তর্গত জাবরাভিটা এলাকায় পানীয় জল, নর্দমা এবং রেশন সংক্রান্ত বিষয় নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
সোমবার ডাবগ্রাম ২ অঞ্চলের অন্তর্গত ঠাকুরনগর এলাকায় অনুকুল ঠাকুরের মন্দিরে পুজো দেন বিধায়ক খগেশ্বর রায়।এরপরই কর্মসূচিতে বেরিয়ে পড়েন তারা।জাবরাভিটা এলাকায় বিধায়ক এবং মহিলা সভানেত্রীকে দেখেই বিক্ষোভ দেখান বাসিন্দারা।তাদের বিভিন্ন সমস্যা ও সরকারি পরিষেবা না পাওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা।
স্থানীয় এক বাসিন্দা বলেন, দীর্ঘ কুড়ি বছর ধরে পানীয় জলের সমস্যায় ভুগছি।পাশাপাশি বর্ষার সময় তিন থেকে চার মাস জলের ভেতরেই আমাদের থাকতে হয়।আজ বিধায়ক এলাকায় আসতেই তাকে জানানো হল।তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে এই বিষয়ে বিধায়ক খগেশ্বর রায় বলেন, এই কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগ শুনলাম।দ্রুত সমাধান করার চেষ্টা করব।