শিলিগুড়ি, ৪ নভেম্বরঃ টাকা নিয়ে গাড়িতে ডিজেল না দেওয়ার অভিযোগ উঠলো শিলিগুড়ির একটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে।শুক্রবার রাতে চম্পাসারি মোড় সংলগ্ন একটি পেট্রোল পাম্পে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যে নাগাদ চম্পাসারি মোড় সংলগ্ন একটি পেট্রোল পাম্প থেকে ১ হাজার ১০ টাকার প্রায় ১১ লিটার ডিজেল ভরেছিলেন এক পিকআপ ভ্যান চালক।এরপর তিনি গাড়ি নিয়ে দেবীডাঙ্গা হাটে যান।সেখানে গিয়ে তাঁর নজরে আসে তিনি যে পরিমাণ ডিজেল ভরেছিলেন সেই অনুযায়ী মিটারে তা দেখাচ্ছে না।এরপর একঘণ্টা পর চালক ফের পেট্রোল পাম্পে এসে অভিযোগ করেন যে তাকে ডিজেল দেওয়া হয়নি।অভিযোগ, ১ হাজার ১০ টাকার ডিজেল গাড়িতে ভরা হয়নি।এদিকে চালকের কথার সত্যতা যাচাই করতে গাড়ির তেলের ট্যাঙ্কি খোলা হয়।ট্যাঙ্কি থেকে প্রায় ৫-৬ লিটার ডিজেল বের হয়।
তবে গাড়ি চালক ও মালিকের দাবী, ট্যাঙ্কি থেকে যে পরিমাণ ডিজেল বের করা হয়েছে তা আগে থেকেই রিজার্ভ করা ছিল।টাকা নিয়ে গাড়িতে ডিজেল দেওয়াই হয়নি।
অন্যদিকে পেট্রোল পাম্পের ম্যানেজার জানান, ডিজেল ভরে নিয়ে যাওয়ার সময় কোন অভিযোগ করেননি চালক।একঘন্টা পর এসে অভিযোগ করেছেন।চালকের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান তিনি।
ঘটনার খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।