দড়ি নেই, অ্যাপের মাধ্যমে এগোলো রথ-শিলিগুড়িতে ‘ডিজিটাল রথ’ দেখে খুশি ছোটরা

শিলিগুড়ি, ২০ জুনঃ রথের দড়ি টানতে হলনা ভক্তদের। মোবাইল অ্যাপের মাধ্যেমে এগোলো রথ। মঙ্গলবার রথযাত্রার দিনে ইসকন মন্দিরে এমনই একটি রথ নিয়ে এসেছিলেন শিলিগুড়ির সুকান্তনগরের বাসিন্দা অভিজিত সাহা। তিনি পেশায় একজন শিক্ষক। তিনিই বানিয়েছেন ডিজিটাল রথ। যা এদিন নজর কাড়ল সাধারণ মানুষের। ছোটরাও সেই রথ দেখে খুশি হলেন। রোবোটিক্স নিয়ে ছোটদের মধ্যে উৎসাহ জোগাতেই এই রথ বানিয়েছেন অভিজিত। মোবাইলে একটি অ্যাপের মাধ্যমে রথকে এগোনো ও ঘোরানো সম্ভব।


মঙ্গলবার শিলিগুড়ির ইসকন মন্দিরে রথযাত্রা দেখার পাশাপাশি নিজের বানানো সেই রথটি দেখাতে নিয়ে এসেছিলেন অভিজিত। অনেকেই সেই রথ দেখে ছবি তোলেন ও কীভাবে সেটি চলছে তা জিজ্ঞেস করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusubaywin girişmatadorbet girişcasibomgrandpashabet giriş