শিলিগুড়ি,১৩ আগস্টঃ করোনা আবহে শিলিগুড়িতে চালু হল ডিজিট্যাল লেটারবক্স।পোস্টম্যানদের কাছে দেওয়া রয়েছে মোবাইল আর লেটারবক্সে রয়েছে বারকোড যা দিয়ে স্ক্যান করলেই সহজে জানা যাবে কখন খোলা হচ্ছে লেটারবক্স।
করোনার সময়ে ভিড় এড়াতে বাড়ছে লেটারবক্সের ব্যাবহার এবং ডিজিট্যাল লেটারবক্সের ফলে অফিসে বসেই কোন লেটারবক্স কখন খোলা হচ্ছে এবং কোন পোস্টম্যান লেটারবক্স খুলছে সেই খবর রাখতে পারছে ডাকবিভাগ ও ঊর্ধ্বতন কতৃপক্ষ।সেইসাথে দ্রুত নির্দিষ্ট ঠিকানায় পাঠানো হচ্ছে চিঠি।শহরের প্রায় ৬১ টি লেটারবক্সকে ডিজিট্যাল লেটারবক্স করা হয়েছে।প্রতিটি লেটারবক্স দিনে দুবার এবং প্রধান পোস্টঅফিসের সামনের লেটারবক্সটি প্রতি ঘন্টায় খুলে দ্রুত চিঠি পাঠানোর ব্যাবস্থা করা হচ্ছে।
এই বিষয়ে পোস্টমাস্টার রতন সরকার জানান, ডিজিট্যাল লেটারবক্সের ফলে প্রতি মুহূর্তের খবর পাওয়ায় কাজটা অনেক বেশি সহজ হচ্ছে।এছাড়াও সাধারণ মানুষের মধ্যে একটা ভূল ধারণা হয়েছে যে লেটারবক্সে চিঠি পাঠালে তা আদৌ পৌছবে কিনা, এখন সাধারণ মানুষেরও সেই ভুল ভাঙবে।