রাজগঞ্জ, ১৮ জানুয়ারিঃ মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ‘দীক্ষা’ কর্মসূচি বেলাকোবায়।
শনিবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের দেবী চৌধুরানী সভাকক্ষে রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়।যেখানে রাজগঞ্জ ব্লকের বহু মহিলা কর্মীসমর্থকেরা অংশগ্রহণ করেন।এর পাশাপাশি রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরে পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের ১৮/৯৭ ডাঙ্গাপাড়া বুথের বিজেপির পঞ্চায়েত সদস্যা কল্পনা বর্মণ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করেন।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণ রায় বর্মন, জলপাইগুড়ি জেলা মহিলা সভানেত্রী নূরজাহান বেগম, রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি, রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সহ-সভানেত্রী সর্বানী ধারা সহ অন্যান্যরা।