শিলিগুড়ি, ৭ এপ্রিলঃ শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নেমে ফের মমতা ব্যানার্জিকে কটাক্ষ দিলীপ ঘোষের। এদিন কুমারগ্রাম যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে বলেন, আমরা চাই তিনি হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ান। হুইল চেয়ারে বসে তিনি কেমন করে সমান-সমান লড়াই করবেন। নির্বাচন চলে গেলেই হুইল চেয়ার থেকে উঠে দাঁড়াবেন৷ কিন্তু ২ রা মে এর পর আর চেয়ার থাকবে না।
এছাড়াও বলেন, এর আগে তৃণমূল এই কেন্দ্রীয় বাহিনী নিয়েই ২ বার নির্বাচনে জিতেছে। আর এবার কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতেই মহিলারা ফুল দিয়ে ও আরতি করে তাদের স্বাগত জানিয়েছে। তৃণমূল নির্বাচনে ভয় পেয়ে ভিত্তিহীন অভিযোগ করছে।
এদিকে জনসভায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘দিদি ও দিদি’ সম্বোধন করেছেন। তৃণমূলের অভিযোগ যে সুরে এই সম্বোধন করা হয়েছে তাতে মুখ্যমন্ত্রীকে অসম্মান করা হয়েছে। তা নিয়ে দিলীপ ঘোষ বলেন, দিদি সম্মানজনক শব্দ। এর আগেও প্রধানমন্ত্রী দিদি বলে ডেকেছেন। এখনও ডাকছেন। এখান ওনার আর দলের যা অবস্থা তাতে ভালো কথাও খারাপ লাগছে। মানুষের শরীর খারাপ হলে যেমন কিছু খেতে ভালো লাগে না। মমতা ব্যানার্জিরও তাই হয়েছে। কোনো ভালো কথা শুনতে পারছেন না।