শিলিগুড়ি,১২ এপ্রিলঃ ফাঁসিদেওয়ার বাতাসীতে সভা করলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। সেই সভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন। পালটা দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে বললেন, ‘আপনি না শুধরালে দার্জিলিংয়ের মতো ঘটনা জায়গায় জায়গায় হবে।আপনি নিজেকে সংযত করুন।ভাষা মার্জিত করুন’।
উল্লেখ্য, গতকাল দিলীপ ঘোষ বলেছিলেন না শুধরালে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।তা নিয়েই অভিষেক এদিন বলেন, বাংলায় আর শীতলকুচি হবে না। কিন্তু আপনার সঙ্গে জায়গায় জায়গায় দার্জিলিং হবে। কয়েকবছর আগে দার্জিলিঙে দিলীপ ঘোষের উপর হামলা হয়। তাঁর সঙ্গে থাকা কর্মীদের মারধর করা হয়। ভাষায় পরিবর্তন না হলে ফের তেমন ঘটনা ঘটবে বলে জানান অভিষেক ব্যানার্জি।
এছাড়াও বলেন, ‘মমতা ব্যানার্জি বলছেন, ১০ বছরের কাজের হিসেব নিন।তারপর ভোট দিন’।প্রধানমন্ত্রী মোদি ও অমিত শাহকে উদ্দেশ্য করে বলেন, ‘বিবেকবোধ, মনুষ্যত্ব থাকলে রাহুল সিনহা, দিলীপ ঘোষকে বহিষ্কৃত করে প্রমাণ করুন শীতলকুচির ঘটনায় দিল্লীর কোনও ইন্ধন নেই।বহিরাগত ও বিশ্বাসঘাতকদের বাংলা ছাড়া করতে হবে’।পাশাপাশি সভা থেকে সায়ন্তন বসু ও দিলীপ ঘোষের ভাষণের বক্তব্যও শোনান অভিষেক।