কালচিনি, ২২ মার্চঃ কালচিনি ব্লকের ডিমা চা বাগানে বাইসনের হানায় জখম এক চা শ্রমিক।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ডিমা চা বাগানে ঢুকে পড়ে একটি বাইসন।বাইসনের হানায় জখম হয় বসন্ত তেলি নামে এক শ্রমিক।তাকে উদ্ধার করে লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে বনদপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা পৌছায়।অবশেষে প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় বাইসনকে ঘুম পাড়ানি গুলি করে কাবু করে বনকর্মীরা।