আলিপুরদুয়ার, ১ মেঃ দিনের আলোয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে খুন করা হলো এক ব্যাবসায়ীকে। ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগান থেকে চিঞ্চুলা যাওয়ার সড়কে। জানা গিয়েছে, রবিবার সকালে রায়মাটাং চা বাগান থেকে চিঞ্চুলা যাওয়ার সড়কে ব্যা ক্তির রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় কালচিনি থানায়, ঘটনাস্থলে আসে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যাক্তির নাম দীলিপ পাল, বাড়ি হ্যামিল্টণগঞ্জ এলাকায়। তিনি পেশায় ব্যাবসায়ী ছিলেন। মৃত দীলিপ পালের পুত্র শান্তুনু পাল জানান, আজ সকালে বাবার ফোন নম্বরে ফোন আসে, তারপর সাইকেলে করে টাকা কালেকশন করতে বেরিয়ে যায় বাবা। এরপর আমরা বাবার মৃত্যুর খবর জানতে পারি।
মৃতদেহটির পাশ থেকে সাইকেলটি উদ্ধার হয়েছে। প্রাথমিক অনুমান কোনো ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যাবসায়ীর মাথায় আঘাত করা হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যব আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
