শিলিগুড়ি, ৬ ডিসেম্বরঃ বিপ্লবী দীনেশ চন্দ্র গুপ্তের ১১৩ তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করলো শিলিগুড়ি পুরনিগম।
এদিন শিলিগুড়ির জলপাইমোড়ে বিপ্লবী দীনেশ চন্দ্রের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন ৪ নম্বর বরো চেয়ারম্যান জয়ন্ত সাহা সহ অন্যান্যরা।
ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী স্বনামধন্য বাঙালি বিপ্লবী ছিলেন দীনেশ চন্দ্র গুপ্ত।ঢাকা ও মেদিনীপুরে বিপ্লবী সংগঠন গড়ে তুলেছিলেন তিনি।বিপ্লবী বিনয় বসুর নেতৃত্বে কলকাতার রাইটার্স বিল্ডিং অভিযান চালিয়েছিলেন দীনেশ চন্দ্র গুপ্ত এবং বাদল গুপ্ত।পরবর্তীতে বিচারে ফাঁসি হয় তার।