শিলিগুড়ি,২২ জানুয়ারিঃ শহীদ দীনেশ গিরির মূর্তি প্রতিস্থাপন করতে চলেছে শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিম।২০১৬ সালে উরি হামলায় শহীদ হন শিলিগুড়ির ছেলে দীনেশ গিরি।
ইসকন মন্দির সংলগ্ন দূর্গানগরে শহীদ দীনেশ গিরি চকে নিজস্ব এলাকাতেই তার এই প্রতিকৃতি ফলক স্থাপন করা হবে।সংস্থার তরফে জয়িতা সেনগুপ্ত জানান,দীনেশ গিরি নিজে বিএসএফ এ কর্মরত ছিলেন তাই এই প্রতিকৃতি তৈরিতে বিএসএফের তরফে অনেক সাহায্য তারা পেয়েছেন। ২৬ জানুয়ারি প্রতিকৃতি স্থাপনে উপস্থিত থাকবেন দিনেশ গিরির স্ত্রী সরিতা গিরি ও তার পরিবার, বিএসএফ জওয়ানেরা, কমান্ড্যান্ট।এছাড়াও দিল্লি থেকে মেরা দেশ মেরা জান বলে এক সংস্থার সম্পাদকও আসতে চলেছেন।