কোচবিহার, ২৮ সেপ্টেম্বরঃ ঘোষনা হল দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন।আগামী ৩০ অক্টোম্বর উপ নির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
গত বিধানসভা নির্বাচনে দিনহাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে হারিয়ে জয়লাভ করেছিলেন বিজেপির নিশীথ প্রামাণিক।পরবর্তীতে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি।
মঙ্গলবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরই কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের চেয়ারম্যান উদয়ন গুহ বলেন, আমরা খুব খুশি।দিনহাটার বিধায়ক নেই।৫৭ ভোটে আমরা হেরেছিলাম তবে আমাদের কর্মীরা অনেকটাই উৎসাহিত আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে।
কোচবিহার জেলা বিজেপি সভাপতি তথা তুফানগঞ্জ বিধানসভার বিধায়িকা মালতী রাভা রায় বলেন, বিজেপি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে।তবে তার আগে প্রত্যেক দিনহাটা বাসীকে ভ্যাকসিন প্রদান করার দাবি জানাচ্ছি।