শিলিগুড়ি, ২৩ অক্টোবরঃ দিনহাটায় ফাইট কিছু হবে না,আমরাই জিতব।বাগডোগরা বিমানবন্দরে নেমে এমনটাই মন্তব্য তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষের।
শনিবার সকালে কোচবিহারের দিনহাটা উপনির্বাচনের প্রচারে এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি।তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অভূতপূর্ব সংবর্ধনা পেয়ে আপ্লুত হন সায়নী ঘোষ।
সায়নী ঘোষ বলেন, ‘ভেবেছিলাম কর্মীসভা করবো।কিন্তু উপনির্বাচন দিয়ে শুরু করতে হচ্ছে।পশ্চিমবঙ্গের মানুষের ভালোবাসা পেয়েছি উত্তরবঙ্গের মানুষের ভালোবাসা পেলে আগামী দিনে আরও আসব উন্নয়নের ধারা অব্যাহত থাকবে’।