কোচবিহার, ২৬ ফেব্রুয়ারিঃ শনিবার দিনহাটার বুড়িরহাট এর ঘটনা নিয়ে পুলিশ প্রশাসনকেই কাঠগরায় তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।রবিবার ভেটাগুড়িতে তার বাড়িতে সাংবাদিক সম্মেলন করেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গতকাল যে ঘটনা ঘটেছে তা প্রত্যেকে প্রত্যক্ষদর্শী রয়েছে।এই ঘটনার জন্য সব থেকে বেশি দায়ী পুলিশ প্রশাসন।কনভয় যখন বুড়িরহাট এলাকায় যাচ্ছিল সেইসময় তৃণমূল কংগ্রেস কর্মীরা নয় পুলিশের পক্ষ থেকে রাস্তায় ব্যারিকেড করে রাখা হয়েছিল।যার ফলে এই ঘটনা ঘটেছে।আমার ওপর প্রাণঘাতী হামলা করা হয়।কেন্দ্রীয় মন্ত্রীর ওপর হামলা করা মানে ভারতবর্ষের গৃহ মন্ত্রণালয়ের উপর আক্রমণ করা। গত কালকের ঘটনার পর উল্টে পুলিশ বিজেপি কর্মীদের গ্রেফতার করেছে এমনকি বিজেপি কর্মীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, তৃণমূল নেতাদের উস্কানিমূলক বক্তব্যের ফলেই এই ঘটনা ঘটেছে।অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বাড়ি ঘেরাও করার কথা ঘোষণা করেছিলেন।যেদিন আমার বাড়ি ঘেরাও করা হয় সেদিন উদয়ন গুহ সহ তৃণমূলের অন্যান্য নেতারা আমাকে ঘিরে বিক্ষোভ দেখানো হোক, কালো পতাকা দেখানোর কথা বলেন।এরফলে এই ঘটনা ঘটেছে। রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই।নোংরা রাজনীতি চলছে।মানুষ এর জবাব দেবে।