দিনমজুর পরিবারদের জন্য চাল ও আলুর ব্যবস্থা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী

কোচবিহার,২৮ মার্চঃ দেশজুড়ে লকডাউন।এমতাবস্থায় দিনমজুর পরিবারদের হাতে চাল ও আলু তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী।বিভিন্ন এলাকায় থাকা গরীব মানুষদের হাতে তুলে দেওয়া হবে এই চাল ও আলু।


এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সকলের কাছে আবেদন করেন এই সময়ে যেন সকলে গরীব মানুষদের পাশে দাঁড়ায়।তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibom 726Onwincasibom girişcasibomholiganbetbets10onwin girişcasibomJOJO BETonwingrandpashabet