শিলিগুড়ি, ৪ সেপ্টেম্বরঃ ৭৫ তম বর্ষে পদার্পণ করেছে শিলিগুড়ির প্রাথমিক বালিকা বিদ্যালয়।সোমবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন করা হল।
শিলিগুড়ির ঐতিহ্যবাহী স্কুলগুলির মধ্যে শিলিগুড়ির প্রাথমিক বালিকা বিদ্যালয় অন্যতম।৭৫ তম বর্ষে পদার্পণ করেছে এই বিদ্যালয়।এই উপলক্ষে এদিন বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি শহরের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে ফের বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।নানান সাজে শোভাযাত্রায় অংশগ্রহণ করে স্কুলের পড়ুয়ারা।
শোভাযাত্রায় পা মেলান শিলিগুড়ির মেয়র গৌতম দেব।এছাড়াও উপস্থিত ছিলেন পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ স্কুল কমিটির সদস্যরা।