দীপাবলীতে থাকুন সতর্ক, বাজি বর্জন করুন- আবেদন চিকিৎসকদের

শিলিগুড়ি, ৩ নভেম্বরঃ তৃতীয় ঢেউ যেকোনও সময় আসতে পারে।হয়তো এসেও গিয়েছে। বোঝা যাচ্ছে।ফলে কালীপুজো, দীপাবলিতে বেশী উচ্ছাসে মাতোয়ারা না হওয়ার কথা জানালেন শহরের চিকিৎসকেরা।পাশাপাশি দূষণ ও করোনার কথা ভেবে বাজি পোড়ানোও এবার বন্ধ রাখার আবেদন করলেন চিকিৎসকেরা।


বুধবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন শিলিগুড়ি সংগঠনের তরফে সাংবাদিক বৈঠক করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ডাঃ মলয় চক্রবর্তী, ডাঃ রাধেশ্যাম মাহাতো, ডাঃ শেখর চক্রবর্তী, ডাঃ কল্যাণ খান সহ অন্যান্যরা।

সাংবাদিক বৈঠকে চিকিৎসকেরা জানান, গত কয়েকদিনে দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা বেড়েছে।যা উদ্বেগজনক।ফলে এমন অবস্থায় মণ্ডপে ভিড় করলে, করোনা সুরক্ষাবিধি না মানলে বিপদ ডেকে আনা হবে।এছাড়া বাজির বিপদ অন্যতম।করোনায় বহু রোগীর ফুসফুসে সংক্রমন হয়েছে।ফলে বাজির বিষাক্ত ধোঁয়ায় তাদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।তাছাড়া করোনা ভাইরাস বাজির ধোঁয়ার মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে।যেকারণে এবার দীপাবলিতে সকলকে বেশী করে সতর্ক থাকার কথা বলেন চিকিৎসকেরা।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomCASİBOMholiganbet girişcasibomcasibom 780JOJOBETjojobetcasibomcasibom giriş güncel adresjojobet girişcasibom 760 girişcasibom güncelcasibomcasibom girişbahis siteleriCasibom Girişcasibom girisiCasibomgüncel girişlerCasibom GirişJojobethttps://jojobetgirisler.com/https://jojo-bet-giris.com/