শিলিগুড়ি, ৭ নভেম্বরঃ বয়স খুব বেশী হলে ৯ বছর। ইংরেজি মাধ্যম স্কুলের চতুর্থ শ্রেণীর পড়ুয়া মন্দ্রীতা ঘোষ। হায়দারপাড়ার বাসিন্দা। এতোদিনে করোনা সম্পর্কে অনেকটাই জেনে গিয়েছে মন্দ্রীতা। বাজি পোড়ালে তার দূষণে যে করোনা রোগীদের অসুবিধা হবে তাও অজানা নয়। তাই গলায় পোস্টার লাগিয়ে সচেতন করলো শহরবাসীকে। পোস্টারে লেখা ‘দিওয়ালি ফেস্টিভ্যাল অফ লাইটস, নট ক্র্যাকার্স’।
শনিবার বাঘাযতীন পার্কে সকলের সঙ্গে দাঁড়িয়েই মানুষকে সচেতন করলো মন্দ্রীতা। অন্যান্য বছর দীপাবলিতে বাড়িতে আলো দিয়ে সাজানোর পাশাপাশি বাজি পুড়িয়েও আনন্দে মাতে মন্দ্রীতা। কিন্তু এবার বাজি পোড়াবে না এমনকি অন্যদের আবেদন করলো করোনা রোগীদের অসুবিধা হবে বলে বাজি যাতে না জ্বালায়। এবারে করোনা আবহে সকলের উচিতও তাই। অন্তত রোগীদের কথা ভেবে ও যারা সদ্য করোনাকে জয় করেছেন তাদের যাতে শ্বাসতন্ত্রে ক্ষতি না হয় সেকারণে বাজি পোড়ানো বন্ধ রাখা।