শিলিগুড়ি, ৩ নভেম্বরঃ দীপাবলির জন্য লাইট লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল যুবকের।এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সুর্যসেন কলোনীর পাইপ লাইন এলাকায়।মৃতের নাম হারাধন মন্ডল(২৩)।
জানা গিয়েছে, এনজেপি গেট বাজারের বাসিন্দা ছিল হারাধন মন্ডল।ছোট্ট একটি চায়ের দোকান রয়েছে তাদের।তার মা’ই দোকান সামলান।কয়েকবছর আগে মৃত্যু হয়েছে তার বাবার।ভাই ও মাকে নিয়ে কোনোরকমে সংসার চলতো।দীপাবলির আগে বাড়তি কিছু অর্থ উপার্জন করতে পাইপ লাইন এলাকার একটি বাড়িতে লাইট লাগাতে গিয়েছিল হারাধন ও তার ছোট ভাই নীলরতন।সেই বাড়ির গা ঘেঁষে হাইটেনশন তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতর জখম হয় হারাধন।তড়িঘড়ি তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলেও যানজটে পড়তে হয়।এরফলে হাসপাতালে পৌছনোর আগেই মৃত্যু হয় যুবকের।
পরিবারের সদস্যরা জানান, সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে চিকিৎসা পেলে সে হয়তো বেঁচে যেত।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
