দীপাবলিতে শহরবাসীকে সচেতন হওয়ার আবেদন কোভিড কেয়ার নেটওয়ার্ক ও শিলিগুড়ি ফাইট করোনার

শিলিগুড়ি, ১৩ নভেম্বরঃ দীপাবলিতে শুধুই আলো থাকুক, বন্ধ থাকুক আতশবাজি এই আবেদনে বাঘাযতীন পার্কে শপথ গ্রহন করেছিল কোভিড কেয়ার নেটওয়ার্ক ও শিলিগুড়ি ফাইট করোনা।আজ আবারও শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে মানুষকে সচেতন হতে আবেদন জানায় তারা।


এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ডঃ সন্দীপ সেনগুপ্ত, ডঃ কল্যান খান, লিগ্যাল এইড ফোরামের সভাপতি অমিত সরকার সহ আর বিশিষ্ট ব্যাক্তিরা।সাধারণ মানুষের উদ্দেশ্যে তারা বলেন কোথাও যদি হাইকোর্টের এই নির্দেশ অমান্য করা হয় তবে নির্দ্বিধায় পুলিশকে ফোন করে বিষয়টি জানাতে।শহরে প্রচুর আবাসন রয়েছে এবং সেই আবাসনগুলির ছাদে প্রতিবছর লক্ষাধিক টাকার বাজি ফাটানো হয়, এবছর যাতে রাতে আবাসনের ছাদ বন্ধ রাখা হয় তার জন্য আবেদন জানানো হচ্ছে।

এছাড়াও লিগ্যাল এইড ফোরামের তরফে পুলিশ প্রশাসনের কাছে আবেদন রাখা হয়েছে যাতে ড্রোনের মাধ্যমে নজরদারিও চালানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişbaywin girişmatadorbet giriş