রাজগঞ্জ,৩ আগস্টঃ দীর্ঘ প্রায় ১০ বছর পর গ্রামে পৌঁছালো বিদ্যুৎ।এলাকায় জ্বলে উঠলো বৈদ্যুতিক বাতি।খুশিতে আত্মহারা রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের রাঙ্গালিভিটা ভেস্ট বস্তির আট থেকে আশি সকলেই। বুধবার সন্ধ্যায় দীর্ঘ কয়েক বছরের রাতের অন্ধকার কাটিয়ে অবশেষে এলাকায় পৌছায় বৈদ্যুতিক বাতির আলো।
সন্ধ্যা হলেই রাঙ্গালিভিটা ভেস্টবস্তিতে নেমে আসতো ঘোর অন্ধকার। সেই অন্ধকারে মধ্যে দিয়েই প্রায় ১০ বছর ধরে বসবাস করে আসছিলেন শতাধিক পরিবার।গ্রামে বিদ্যুৎ সংযোগের জন্য বেশ কয়েকবার প্রশাসনের দ্বারস্থও হয়েছিলেন তারা।কিন্তু কোনও লাভ হয়নি।অবশেষে প্রশাসনের তরফে মেলে সাড়া।কয়েকদিন আগে এলাকায় বৈদ্যুতিক খুঁটি লাগানোর কাজ শুরু হয়। বুধবার রাতে গ্রামে জ্বলে ওঠে বৈদ্যুতিক বাতি।খুশিতে আত্মহারা হন গ্রামবাসীরা।চলে মিষ্টি বিতরণও।
গ্রামবাসীরা জানান, দীর্ঘদিন ধরে নানান আন্দোলন-লড়াইয়ের মধ্য দিয়ে গিয়ে আজকের এই সাফল্য। সন্ধ্যা নামলেই ঘোর অন্ধকারে ডুবে থাকতো পুরো গ্রাম। এই তীব্র দাবদাহে থাকা দায় হয়ে উঠেছিল। শিশুদের পড়াশোনা নিয়েও অনেক অসুবিধা হতো। এত কিছুর মধ্যেও গ্রামে বিদ্যুৎ আসায় ১০ বছরের সেই অসহ্য যন্ত্রণা ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন এখানকার সাধারণ মানুষ। এই দুর্দিনে যারা অসহায় মানুষগুলোর পাশে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন গোটা এলাকাবাসী।