দীর্ঘদিন ধরে বন্ধ ছিল করতোয়া সেতু, ডাইভারশন রাস্তা তৈরি করে শুরু হল যানচলাচল

রাজগঞ্জ, ২১ মেঃ সেতুতে ফাটল ধরার জন্য দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ ছিল গজলডোবা যাওয়ায় মাঝের করতোয়া সেতু।ফলে যাতায়াতের জন্য সমস্যায় পড়তে হয়েছিলো স্থানীয় থেকে পর্যাটকদের। অবশেষে ডাইভারশন রাস্তা তৈরি করে চালু করা হল যানচলাচল।এই রাস্তা দিয়ে বাইক, টোটো, চারচাকা গাড়ি চললেও নিষেধাজ্ঞা রয়েছে তিন টনের অধিক ভারি যানবাহন চলাচলে।


জানা গিয়েছে, শিলিগুড়ির দিক থেকে গজলডোবা ‘ভোরের আলো’ পর্যটন হাবে যেতে এই ক্যানাল রোড দিয়ে যেতে হয়।এছাড়া প্রতিদিন বহু মানুষ এই রাস্তা দিয়ে শিলিগুড়ি ফুলবাড়ি সহ পার্শ্ববর্তী এলাকায় যাতায়াত করেন। ২০২২ সালের ১৮ ই ডিসেম্বর সাহুডাঙ্গি এলাকার রেলওয়ে ওভারব্রিজের কিছুটা দূরে শিমুলগুড়ি এলাকায় করতোয়া নদীর উপর সেতুতে ফাটল দেখা দেয়। সেই থেকেই প্রশাসনের তরফে যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়।

অবশেষ দীর্ঘ দেড় বছর পর হিউম পাইপ দিয়ে ডাইভারশন রাস্তা তৈরি করে যান চলাচলা শুরু করা হয়েছে।এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত করতোয়া সেতুটি ভেঙে পুনরায় তৈরি করার কাজ শুরু করেছে পূর্তদপ্তর।


এই রাস্তা দিয়ে যাতায়াতকারী গাড়ি চালক থেকে স্থানীয়রা জানান, দীর্ঘদিন সেতুটি বন্ধ থাকার ফলে আমাদের অনেক অসুবিধায় পড়তে হয়েছিল। আমবাড়ি হয়ে অনেকটা ঘুরপথে যেতে হত। বিকল্প এই রাস্তাটি তৈরি হওয়ায় অনেকটাই সুবিধা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom girişcasibom giriş