শিলিগুড়ি, ২ জুলাইঃ বয়স ৮৩ বছর। বার্ধক্যের কারণে হাটতে চলতেও সমস্যা হয়। কানেও সামান্য কম শুনতে পান। এই অবস্থায় করোনা আক্রান্ত হয়েছেন জেনেও একবারের জন্যও কাঁদেননি তিনি। শিলিগুড়ির কাওয়াখালির কোভিড হাসপাতালের(ডিসান) বেডেও শুয়ে দিব্যি গল্প করেছেন ডাক্তার, নার্সদের সঙ্গে। অবশেষে ৩ দিনের মধ্যেই সুস্থ হয়ে বৃহস্পতিবার বৃদ্ধা ফিরলেন বাড়িতে।
হায়দারপাড়ার বাসিন্দা ওই বৃদ্ধার পরিবারের বেশকিছু সদস্য করোনা আক্রান্ত হওয়ায় তাদের কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে ২৫ জুন সোয়াব টেস্টের জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃদ্ধাকে।
সেই রিপোর্ট পজিটিভ আসায় ২৯ জুন কাওয়াখালির কোভিড হাসপাতালে ভর্তি করা হয় বৃদ্ধাকে। মাত্র তিন দিনেই ডাক্তারদের চেষ্টায় সুস্থ হয়ে বৃহস্পতিবার বাড়ি ফেরেন বৃদ্ধা। তার আগে তার হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান ডাক্তাররা। বাড়িতে গিয়ে কী কী করতে হবে তাও বুঝিয়ে দেন। অন্যদিকে এদিন কাওয়াখালির কোভিড হাসপাতাল থেকে ১১ জন সুস্থ হয়ে ছুটি পান।